রঘুনাথপুর ১: আদ্রার তৃণমূল সভাপতি ধনঞ্জয় চৌবে হত্যা মামলায় মূল অভিযুক্ত সহ গ্রেফতার ২,তোলা হল রঘুনাথপুর মহকুমা আদালতে
পুরুলিয়ার রেল শহর আদ্রায় তৃণমূল সভাপতি খুনের ঘটনায় পুলিশ মূল অভিযুক্ত সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল। শনিবার দুপুরে তাদের রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের ১২দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। জানা যায়, 2023সালের 22শে জুন আদ্রা শহরের তৎকালীন তৃণমূল সভাপতি ধনঞ্জয় চৌবে হত্যা মামলায় অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হল মূল অভিযুক্ত তথা মাস্টারমাইন পিন্টু ঘোষ ওরফে দীপঙ্কর ঘোষ এবং তার সহযোগী বিহারের বাসিন্দা যুগ্নু সিং ওরফে ধর্মেন্দ্রর সিং।