বাঘমুণ্ডী: আনন্দমার্গের সেমিনার ও বৈঠক আয়োজিত হলো শশ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে
আনন্দমার্গের সেমিনার ও বৈঠক আয়োজিত হলো শশ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে , রবিবার শশ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে সকাল দশটা নাগাদ বাগমুন্ডি ব্লকের সেরেঙ্গডি পঞ্চায়েতের পঞ্চায়েত লেবেল সেমিনার ও বৈঠক আয়োজিত হলো আনন্দমার্গের পক্ষ থেকে। এই বৈঠকে আনন্দমার্গের স্কুল বিষয়ে আলোচনা হলো, এছাড়াও শিক্ষা সামগ্রী বিতরণ, বাবা নাম কেবলম সংকীর্তন, খিচুড়ি খাওয়া হয়। সাথেই শরীর চর্চার পাশাপাশি আধ্যাত্বিক চেতনা নিয়ে বিশদ আলোচনা হয়। শশ, সেরেংডি , সহ বাঘমুন্ড