খানাকুল ১: আরামবাগে দারকেশ্বর নদের ওপর তৈরি হবে অস্থায়ী সেতু,পরিদর্শন করলেন জেলা ও রাজ্যের অধিকারিকরা
দারকেশ্বর নদের ওপর তৈরি হবে অস্থায়ী সেতু।মঙ্গলবার এলাকা পরিদর্শন করলেন জেলা ও রাজ্যের অধিকারিকরা।জানা গেছে,আরামবাগের রামকৃষ্ণ সেতু মেরামত চলাকালীন মানুষ ও যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে সেতুর পাশেই একটি অস্থায়ী সেতু নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।সূত্রের খবর,হিউম পাইপ দিয়ে অস্থায়ী সেতুটি নির্মাণ করা হবে।কিভাবে ও কেমন করে সেই সেতু নির্মাণ হবে তা নিয়ে আলোচনা করতে অধিকারিকরা নদের দুই পাড় ঘুরে দেখেন।অধিকারিকদের পরিদর্শনে আশার আলো দেখছেন স্থানীয়রা।