ফরিদপুর দুর্গাপুর: রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, একনাগাড়ে বৃষ্টিতে মুখ ভার মৃৎশিল্পী থেকে ফুল ফল বিক্রেতার
রাত পোহালেই বিশ্বকর্মা পুজো। মৃৎশিল্পীদের পসরায় সেজে উঠেছে দুই চার হাতি দেবতার মূর্তি। খুব বড় মাপের বিশ্বকর্মার চাহিদা কমেছে তাই ছোট মূর্তিতেই কোনক্রমে পুজো সারছেন অনেকেই। বড় মূর্তির অর্ডার কমেছে তাই বানানো হয়েছে হাতে গোনা দু -চারটি। মুখের হাসি যে ম্লান হয়েছে মৃৎশিল্পীদের এমনটা নয় ফল, ফুল, মালাও দশকর্মা বিক্রেতাদেরও মাথায় হাত। শিল্পাঞ্চলের প্রসিদ্ধ বাজার গুলিতে মন্দার ভরাল গ্রাস। জাঁকজমক করে বিশ্বকর্মা পূজা এখন অতীত, বিক্রি বাটা মোটেও ভালো নয়