গড়বেতা ২: অঙ্গনওয়াড়ি কেন্দ্র সহ দুটি দোকানে বুনো হাতির তাণ্ডব, আতঙ্কে গোয়ালতোড়ের লগিনুয়ারী গ্রামের বাসিন্দারা
গভীর রাতে হাতির তাণ্ডব, অঙ্গনওয়াড়ি কেন্দ্র সহ দুটি দোকানে তান্ডব বুনো হাতির,আতঙ্কের ছায়া গোয়ালতোড়ের লগিনুয়ারী গ্রামে।গভীর রাতের তিনটি বুনো হাতির তাণ্ডব,তান্ডব চালালো অঙ্গনওয়াড়ি কেন্দ্র সহ দুটি দোকানে,ঘটনায় আতঙ্কের ছায়া পড়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা দু নম্বর ব্লকের গোয়ালতোড় থানার লগিনুয়ারী গ্রামে, স্থানীয় সূত্রে জানা যায়।