লাভপুর: জামনা অঞ্চলে তৃণমূলের কর্মী সম্মেলন কে সামনে রেখে প্রস্তুতি বৈঠক
Labpur, Birbhum | Nov 17, 2025 আগামী ২২শে নভেম্বর লাভপুর ব্লকের জামনা অঞ্চলে বিধায়ক অভিজিৎ সিংহের ডাকে রয়েছে তৃণমূলের কর্মী সমর্থকদের নিয়ে জনসভা।আর সেই জনসভা কে সামনে রেখে আজ অর্থাৎ সোমবার জামনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে আয়োজিত হয়েছিল বিশেষ বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন- লাভপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুণ চক্রবর্তী, অঞ্চল সভাপতি বাবু ভট্টাচার্য সহ অন্যান্যরা।ওই বৈঠকে আলোচনা করা হয় যে,জনসভা টি কোথায় হবে কারা উপস্থিত থাকবেন এবং সভার বিষয় কি রাখা হবে মূলত তা নিয়েই।