চাঁচল ১: চাঁচলে কালীপুজোর রাতে জুয়ার আসরে হানা, ঘর থেকে ১১ জন গ্রেপ্তার ধৃতদের চাচল মহকুমা আদালতে পেশ করল চাচল থানার পুলিশ
কালীপুজা উপলক্ষ্যে মাঠে ঘাটে কোথাও আবার নির্জন পুকুর পাড়ে। রমরমিয়ে চলছিল জুয়ার আসর। গোপন সূত্রের খবর পেয়ে ১১ জনকে একটি ঘর থেকে গ্রেপ্তার করল চাঁচল থানার খরবা ফাঁড়ির পুলিশ। বুধবার গভীররাতে অভিযান চালিয়ে একটি ঘর থেকে জুয়ার আসর চলাকালীন ১১ জনকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ ধৃতদের চাঁচল মহকুমা আদালতে পেশ করে পুলিশ।