রাজগঞ্জ: বেইতগুড়ি চাবাগানের চৈতি লাইনে একটি ট্রাক্টরকে ধাক্কা মারল বাইক,মৃত বাইক চালক আহত ২ বাইক আরোহী
বেইতগুড়ি চাবাগানের চৈতি লাইনে একটি ট্রাক্টরকে ধাক্কা মারল বাইক। এঘটনায় মৃত ১ জন আহত ২জন। জানা গিয়েছে এদিন চেল এলাকা থেকে একটি ট্রাক্টর কুমলাই চাবাগানের নয়াকামান ডিভিশনের দিকে যাচ্ছিল। সেই সময় অন্য একটি রাস্তা থেকে একটি বাইকে করে তিনজন যুবক দ্রুত গতিতে এসে নতুন চৈতি সেতুর উপর ট্রাক্টরটিকে ধাক্কা মেরে দেয়। বাইকটি ছিটকে সেতুর ওপারে পড়ে যায়।ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালকের। আহত হয়েছে দুই বাইক আরোহী।