বকেয়া পারিশ্রমিকের দাবিতে মঙ্গলবার আনুমানিক দুপুর ৩টা নাগাদ গুসকরায় আউশগ্রাম–১ ব্লকের প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের অফিসে বিক্ষোভ দেখালেন প্রাণীবন্ধু ও প্রাণীমিত্রা কর্মীরা। তারা তাদের দাবিদাওয়া সম্বলিত একটি স্মারকলিপি ব্লক প্রাণীসম্পদ আধিকারিকের কাছে জমা দেন। প্রাণীবন্ধু ও প্রাণীমিত্রা কর্মীদের অভিযোগ, দীর্ঘ তিন–চার বছর ধরে গবাদিপশুর টীকাকরণ, পশু সেন্সাক্স সহ বিভিন্ন সরকারি প্রকল্পের বকেয়া পারিশ্রমিক ও সাম্মানিক মেলেনি।