মথুরাপুর ২: উত্তর মহামায়া মা ত্রিপুরা মহিলা সমিতির দুর্গা পূজার শুভ উদ্বোধন করেন জেলা পরিষদের সদস্য উদয় হালদার
প্রতি বছরের ন্যায় এবছরও ধুমধাম করে পালিত হলো রায়দিঘি বিধানসভার মথুরাপুর দু’নম্বর ব্লকের উত্তর মহামায়া মা ত্রিপুরা মহিলা সমিতির দুর্গাপুজো। এবছর চতুর্থ বছরে পদার্পণ করল এই পুজো। শনিবার সন্ধ্যায় সুদৃশ্য আলোকসজ্জা ও ঢাক,কাঁসরের ধ্বনিতে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধন করেন দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য উদয় হালদার। এদিন মহিলা পূজা কমিটির পক্ষ থেকে জানানো হয়, সমাজের সংস্কৃতিকে ধরে রাখতে এবং গ্রামের নারীশক্তিকে সামনে আনার জন্যই এই পুজোর সূচনা হ