হিলি: হিলির মাতাইশে লক্ষ্মীপুজো উপলক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার
মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের মাতাইসে লক্ষ্মীপূজাকে কেন্দ্র করে অনুষ্ঠিত হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই সাংস্কৃতিক অনুষ্ঠানকে যোগ দিতে এদিন সন্ধ্যে সাড়ে ছয়টায় ওই এলাকায় যান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। এছাড়াও অনুষ্ঠানের উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিনয় কুমার বর্মন, বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার সহ অন্যান্য বিশিষ্টজনরা।