জিরানিয়া: এআইটিটি ডিপার্টমেন্টের দ্বিতীয় স্থান অর্জনকারী স্যামুয়েল দেববর্মাকে ধন্যবাদ সূচক উপহার তুলে দেন বিজেপির সাধারণ সম্পাদক
খুমুলুঙ্গ এর বাসিন্দা প্রবীর দেববর্মা ছেলে স্যামুয়েল দেববর্মা সারা ভারতবর্ষের এ আই টি টি ডিপার্টমেন্টে মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করে। প্রধানমন্ত্রী নিজের হাতে পুরস্কার তুলে দিয়েছেন। তাই সোমবার রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা নির্দেশে রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক স্যামুয়েল দেববর্মা বাড়িতে গিয়ে তার হাতে ধন্যবাদ সূচক উপহার তুলে দেন।