খাতড়া: ঝলমলে আলোকসজ্জায় ঐতিহ্যের খাতড়া মহাশ্মশান কালী মন্দির
Khatra, Bankura | Oct 19, 2025 বাঁকুড়া জেলার খাতড়া মহকুমা শহরে কালীপুজো ঘিরে চলছে উৎসবের আমেজ। নানা থিমের পুজোর ভিড়েও সবচেয়ে নজর কেড়েছে শতবর্ষ প্রাচীন ঐতিহ্যবাহী মহাশ্মশান কালীর পুজো। একসময় শাল-পলাশের জঙ্গলে পর্ণকুটিরে পূজিতা হতেন মা কালী, এখন সেখানে দাঁড়িয়ে ঝকঝকে মার্বেল মন্দির। স্থানীয়দের বিশ্বাস, ভক্তিভরে প্রার্থনা করলে মা মনস্কামনা পূর্ণ করেন। রবিবার রাতে চোখধাঁধানো আলোকসজ্জায় সাজানো মন্দির চত্বর