সাঁইথিয়া: সাঁইথিয়ার জুইতে গ্রামে ধুমধাম কালীপুজো আলোকসজ্জায় ঝলমল গোটা গ্রাম
আজ মঙ্গলবার গত কাল সোমবার থেকে শুরু হয়েছে সারা দেশজুড়ে কালীপুজো সেইমতো বীরভূমের সাঁইথিয়া থানার অন্তর্গত জুইতে গ্রামে ধুমধাম সঙ্গে পালিত হচ্ছে কালীপুজো মন্ডপ সেজে উঠেছে আলোকসজ্জায় গোটা গ্রাম আলোকিত হয়ে রয়েছে আর রাত্রি আটটা নাগাদ সেই ছবি উঠে এলো আমাদের পাবলিক অ্যাপ এর ক্যামেরায়