কৃষ্ণনগর ২: কৃষ্ণনগর ২নং ব্লকের ধুবুলিয়া ১নং অঞ্চলের ভক্তনগরে উদ্বোধন হলো CAA ক্যাম্প,BJP র জেলা সহ-সভাপতি রঞ্জন অধিকারীর হাত ধরে
বর্তমান এস আই আর এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ থেকে আগত হিন্দু নাগরিকদের মধ্যে যে শঙ্কা সৃষ্টি হয়েছে তারই পরিপ্রেক্ষিতে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে রাজ্যজুড়ে জে সি এ এ ক্যাম্প শুরু হয়েছে, তেমনি এ দিন দুপুরে কৃষ্ণনগর দু'নম্বর ব্লকের ভক্তনগরে হিন্দুদের সুরক্ষা দিতে সিএ এ এ ক্যাম্পের উদ্বোধন হলো।এই ক্যাম্পের ইনচার্জ হলেন কৃষ্ণনগর দু নম্বর ব্লকের ধুবুলিয়া এক নম্বর অঞ্চলের প্রাক্তন প্রধান দিলীপ দেউরি।