ধর্মনগর: বড়গোল এলাকায় বাইক দুর্ঘটনা গুরুতর আহত তিনজন
ধর্মনগর থেকে কদমতলা আসার মূল সড়কের উপর বড়গোল এলাকায় দুটি বাইকের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত তিনজন। প্রত্যক্ষদর্শীরা একজনকে নিয়ে যায় ধর্মনগর জেলা হাসপাতালে। বাকি দুজনকে প্রেমতলা দমকল বাহিনীর কর্মীরা উদ্ধার করে নিয়ে আসে কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে।