রানিবাঁধ: এসআইআর কার্যক্রমের জন্য বুথে বুথে ভোটার সহায়তা শিবির; রানিবাঁধে পরিদর্শনে তৃণমূলের জেলা সভাপতি তারাশঙ্কর রায়
রাজ্যে শুরু হওয়া SIR কার্যক্রমকে কেন্দ্র করে রাণীবাঁধ বিধানসভার বিভিন্ন বুথে ভোটার সহায়তা শিবির চালু করেছে তৃণমূল। শনিবার রানীবাঁধ ব্লকের কয়েকটি শিবির পরিদর্শন করেন তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি তারাশঙ্কর রায়। তিনি কর্মীদের সঙ্গে কথা বলে এনুমারেশন ফর্ম পূরণ ও প্রয়োজনীয় নথি জোগাড়ে ভোটারদের সহায়তার নির্দেশ দেন। ভোটারদের যাতে কোনও অসুবিধা না হয়, সেজন্য সবরকম সহযোগিতা করার আশ্বাস দেন তিনি। পরিদর্শনে উপস্থিত ছিলেন রানিবাঁধ ব্লক তৃণমূলের সভাপতি