জানলার রড কেটে, সিসিটিভি ভেঙে সোনা সহ লক্ষাধিক টাকার চুরির ঘটনা ঘটল কোচবিহার খাগড়াবাড়ি মহিষবাথান এলাকায়। এমনকি সিসিটিভির হার্ডডিস্কও নিয়ে গিয়েছে চোর। জানা গিয়েছে,ওই বাড়ির মালিক অর্ক কর এবং তার স্ত্রী বছর শেষে পুরী ঘুরতে গিয়েছিলেন। এরপর ২৮শে ডিসেম্বর রাতে অর্ক খেয়াল করেন তিনি সিসিটিভির ফুটেজ তার মোবাইলে দেখতে পারছেন না। এরপর অর্ক তাদের আত্মীয় পরিজনকে জানালে তারা এসে দেখে জানালার রড কাটা। ঘর লণ্ডভণ্ড। লকারও ভাঙা। এরপর তারাই সব অর্ককে জানায়।