প্রতিবেশীর খামারবাড়ি থেকে ধান চুরির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল গুসকরা ফাঁড়ির পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম প্রদীপ মুর্মু। তার বাড়ি আউশগ্রামের পিচকুড়ি গ্রামে। মঙ্গলবার আনুমানিক দুপুর ৩টা নাগাদ ধৃতকে বর্ধমান আদালতে তোলা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এইমুহুর্তে আমন ধান তোলার মরশুম চলছে। সেইমতো মাঠ থেকে ধান এনে খামারবাড়িতে মজুত করে রাখছেন কৃষকরা।