নলহাটি ১: নলহাটিতে ব্রাহ্মণী নদীতে সেতু নির্মাণ কার্যের সময় উদ্ধার মূর্তিকে নলহাটি শ্মশানে কালীমন্দিরে রেখে করা হচ্ছে পুজো
নলহাটিতে ব্রাহ্মণী নদীতে সেতু নির্মাণ কার্যের সময় উদ্ধার জগন্নাথ দেব সহ তিনটি কাঠের মূর্তিকে নলহাটি শ্মশানে কালীমন্দিরে করা হচ্ছে পুজো। আজ মঙ্গলবার বেলা ১২টা নাগাদ সেই চিত্রই ধরা পড়েছে আমাদের ক্যামেরায় নলহাটি থানার অন্তর্গত নলহাটির ব্রাহ্মণী নদীর তীরবর্তী শ্মশানের শ্মশান কালী মন্দিরে। প্রসঙ্গত গতকাল বিকেলে নলহাটিতে ব্রাহ্মণী নদীতে সেতু নির্মাণের কাজের খননের সময় উদ্ধার হয় জগন্নাথ দেব, বলভদ্র দেব ও মা সুভদ্রার কাঠের তিনটি মূর্তি ।