ভারত-বাংলাদেশ সীমান্তে হিন্দু সনাতনীদের বিক্ষোভ, দীপু দাস হত্যার প্রতিবাদে উত্তাল মনোহরপুর মুচিয়া #মালদা থানার অন্তর্গত মনোহরপুর মুচিয়া ভারত-বাংলাদেশ সীমান্তে বুধ দুপুর বারোটা নাগাদ হিন্দু সনাতনীদের এক বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। হাতে খোল ও করতাল নিয়ে বাংলাদেশে হিন্দু সনাতনীদের উপর নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাস্তায় নামেন আন্দোলনকারীরা। এই বিক্ষোভে শামিল ছিলেন জ্যোৎস্না সরকার, অসিত সরকার সহ আরো অন্যান্যরা।বিক্ষোভকারীদের অভি