ঝালদা ১: অফটিওয়ের সংস্থা ও অলোকাভিজন ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে আয়োজিত হলো ঝালদাতে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির
অফটিওয়ের সংস্থা ও অলোকাভিজন ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে আয়োজিত হলো ঝালদাতে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির রবিবার দুপুর তিনটা পর্যন্ত পুরুলিয়া জেলার অন্তর্গত ঝালদাতে অফটিওয়ের সংস্থা ও অলোকাভিজন ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে আয়োজিত হলো বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। সংস্থার সদস্যরা জানান প্রায় শতাধিক ব্যক্তি তাদের চোখের বিভিন্ন সমস্যা নিয়ে আসেন। এর আগে সংস্থার পক্ষ থেকে বলরামপুরে এই ধরনের শিবির আয়োজিত হয়েছে পরবর্তীকালে জেলার আরো বিভিন্ন প্রান্তে এই ধরনের