অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের দিনই মুর্শিদাবাদে একই নামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবির। শনিবারের কর্মসূচিকে কেন্দ্র করে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। অন্যদিকে সকাল থেকেই অনুষ্ঠান মঞ্চে মানুষ জড়ো হতে থাকে। শিলান্যাসের সময় কিছুটা চ্যালেঞ্জ করে হুমায়ুন কবীর বলেছেন, বাবরি মসজিদ তৈরি হবে হবে হবেই। কোনো শক্তি আটকাতে পারবে না।