ভগবানগোলা ১: ভগবানগোলা: সরকারি নির্দেশে প্রায় শতবর্ষী দোকান ভাঙা হলো সকাল থেকে দুপুর দুটো পর্যন্ত
ভগবানগোলা: সরকারি নির্দেশে প্রায় শতবর্ষী দোকান ভাঙা হলো আজ বৃহস্পতিবার ভগবানগোলায় সরকারি নির্দেশে প্রায় ১০০ বছরের পুরনো দোকান ভেঙে ফেলা হয়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক (BDO), ভগবানগোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক, BL&LRO-সহ একাধিক প্রশাসনিক আধিকারিক। প্রশাসনের তত্ত্বাবধানে দুটি ঘর ভেঙে দেওয়া হয়। স্থানীয়দের দাবি, এই দোকান ঘরেই তাদের বহু বছরের জীবিকা নির্ভর ছিল। হিরা সেখ নামে এক ব্যক্তি কান্নাজড়িত কণ্ঠে জানান, “এই জায়গাতেই আমা