ফালাকাটা: সুবর্ণজয়ন্তী বর্ষে বৃহস্পতিবার চোখ পরীক্ষা শিবির করল ফালাকাটার খগেনহাট দুর্গামন্দির সর্বজনীন দুর্গোৎসব কমিটি
বৃহস্পতিবার চোখ পরীক্ষা শিবির করল ফালাকাটার খগেনহাট দুর্গামন্দির সর্বজনীন দুর্গোৎসব কমিটি। পুজোর এবার সুবর্ণজয়ন্তী বর্ষ। তাই পুজোর পাশাপাশি সমাজসেবামূলক কাজকর্মে মন দিয়েছে ওই পুজো কমিটি। কমিটির উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অফ ফালাকাটা ও গ্রেটার লায়ন্স ভিশন সেন্টার অর্থাৎ শিলিগুড়ি গ্রেটার লায়ন্স আই হসপিটালের সহযোগিতায় বৃহস্পতিবার খগেনহাট বি.এফ.পি. প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় চোখ পরীক্ষা শিবির। শতাধিক মানুষের চোখ পরীক্ষা করা হয়। বেশ কয়েকজনের চোখে ছ