বড়ঞা: “হুমায়ুন কবিরের" মন্তব্যে দল ক্ষতিগ্রস্ত! বড়ঞার তৃণমূল সভাপতির কড়া সমালোচনা
হুমায়ুন কবিরের মন্তব্যে দলের ক্ষতি হচ্ছে, এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন বড়ঞা ব্লকের উত্তর তৃণমূল কংগ্রেসের সভাপতি গোলাম মোর্শেদ জর্জ। মুর্শিদাবাদের জেলা তৃণমূলের অন্দরে চলা গৃহযুদ্ধের মাঝেই এদিন মুখ খুললেন তিনি। রবিবার দুপুরে জানা গিয়েছে, রবিবার বড়ঞা ব্লকের কুলিতে সাংবাদিক বৈঠক করে গোলাম মোর্শেদ জর্জ বলেন, “হুমায়ুন কবির দলের ভাবমূর্তি নষ্ট করছেন। তাঁর মন্তব্যে সাধারণ কর্মীরা বিভ্রান্ত হচ্ছেন।