ফরিদপুর দুর্গাপুর: দুর্গাপুরে কুড়ুলিয়া ডাঙ্গার গণেশ স্মৃতি সংঘের এ বছরের শ্যামা পূজার থিমকে কেন্দ্র করে দর্শনার্থীদের মন কেড়েছে
দুর্গাপুজোর আনন্দ মিটতেই জেলাজুড়ে কালীপুজোর দিকে দিকে উদ্বোধন শুরু হয়েছে । পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর শহরে ইতিমধ্যেই উৎসবের আবহ ছড়িয়ে পড়েছে। প্রতিবারের মতো এবারও দুর্গাপুরের কুড়ুলিয়াডাঙ্গার গণেশ স্মৃতি ক্লাবের কালীপুজো নিয়ে উত্তেজনা তুঙ্গে। এই ক্লাব প্রতিবছরই নতুন থিমে জেলাবাসীর মন জয় করে। দীর্ঘ ৪বছর ধরে গনেশ স্মৃতি ক্লাব দুর্গাপুরের পুজো মানচিত্রে বিশেষ পরিচিতি গড়ে তুলেছে।গণেশ স্মৃতি ক্লাবের কালীপুজো শুধুমাত্র থিম বা সাজসজ্জার মধ্যেই