কৃষ্ণনগর ১: দিগনগরের ঐতিহ্যময় বড়মা প্রতিমা গোধূলি লগ্নে নিরঞ্জন
নদীয়ার দিগনগরের ঐতিহ্যময় বড়মা প্রতিমা গোধূলি লগ্নে নিরঞ্জন হয়েছে রাজার দিঘিতে। দিগনগর মোদক পড়ার থেকে প্রতিমা নিরঞ্জন এর জন্য এক শোভাযাত্রা বের হয়, শোভাযাত্রার রায়পাড়া ঘুরে, মোদক পাড়া, পালপাড়া হয়ে রাজার দিঘিতে যাই।