ইংরেজবাজার: মালদার কালিয়াচক থেকে আবার উদ্ধার ব্রাউন সুগার,ধৃতকে পেশ করা হল মালদা জেলা আদালতে
ফের বেআইনি মাদক উদ্ধারে বড়সড় সাফল্য পেল মালদা জেলা পুলিশ। প্রায় ৪০ লক্ষ টাকার ব্রাউন সুগার সহ গ্রেফতার এক ব্যক্তি। এদিন গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ মালদার কালিয়াচকের গঙ্গানারায়ণপুর এলাকায় অভিযান চালায়। সেখানে মদন মণ্ডল নামে এক ব্যক্তি কে আটক করে পুলিশ। ধৃত ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় প্রায় ৪১৩ গ্রাম ব্রাউন সুগার যার বাজার মূল্য আনুমানিক ৪০ লক্ষ টাকা। পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির নাম মদন মণ্ডল বাড়ি কালিয়াচক থানার গঙ্গানারায়ণপুরে।