হুড়া: বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলকে মজবুত করার লক্ষ্যে হীড় বুথে বিজেপির সাংগঠনিক বৈঠক
Hura, Purulia | Nov 29, 2025 বিজেপির সাংগঠনিক বৈঠক হুড়ায়। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলকে মজবুত করার লক্ষ্যে বিজেপির সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় হুড়ার ব্লকের কলাবনী অঞ্চলের হীড় বুথে।শনিবার রাত্রী সাড়ে নয়টার সময় কাশিপুর মন্ডল ২ এর সমস্ত কার্যকর্তাদের নিয়ে হয় বৈঠক। উপস্থিত ছিলেন কলাবনী গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জীত মন্ডল সহ,কাশীপুর ২ মন্ডলের সমস্ত কার্যকর্তারা।আজকের প্রতিবেদনে সেই চিত্রই তুলে ধরা হল।