কৃষ্ণনগর ১: কৃষ্ণনগরের আদি সর্বজনীন দুর্গোৎসব কমিটির পূজা ৯৩ তম বর্ষে পদার্পণ, প্রাচীন রীতিনীতি মেনে নবমিতে হয় কুমারী পুজো
কৃষ্ণনগরের আদি সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো এবছর ৯৩ তম বর্ষে পদার্পণ করেছে। যদিও এই পুজো কৃষ্ণনগর রাজবাড়ীর রাজরাজেশ্বরী মাতা পুজোর মত শতবর্ষ প্রাচীন বলে দাবি উদ্যোক্তাদের। পাশাপাশি প্রাচীন রীতি মেনে আদি সর্বজনীন দুর্গোৎসব কমিটির এই পুজোয় কুমারী পুজো করা হয়। পুজোর কদিন দূর দূরান্ত থেকে উৎসাহী দর্শনার্থীরা ছুটে আসেন পূজা মন্ডপে। রাজবাড়ী প্রাচিমনতম পুজোর পরবর্তী পুজো হিসেবে এই পুজোটি গণ্য হয়েছে বলে এর নাম আদি সর্বজনীন রাখা হয়েছে।