বর্ধমান ১: মোটরসাইকেলে চড়ে দুই বন্ধু গলসি থেকে বাড়ি বর্ধমান ফেরার পথে বেলগ্রাম ১৯নং জাতীয় সড়কে পথদুর্ঘটনায় মৃত ২ বন্ধুর
শহর বর্ধমান থেকে ১৯নং জাতীয় সড়ক ধরে মোটরসাইকেলে চড়ে দুই বন্ধু গলসি ঘুরতে বেরিয়ে বাড়ি ফেরার পথে বেলগ্রাম ১৯ নম্বর জাতীয় সড়কে সড়ক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই বন্ধুর। মৃতরা হলেন তপন সাউ (৩৬) প্রিয়াংশু সিং (২৪) তাদের দুজনেরই বাড়ি শহর বর্ধমানের লক্ষ্মীপুর মাঠ। জানা গেছে গতকাল সন্ধ্যায় দুই বন্ধু মিলে গলসির দিকে মোটরসাইকেলে চড়ে ঘুরতে বেরিয়েছিল। রাতে বাড়ি ফেরার পথে বেল গ্রাম ১৯ নম্বর জাতীয় সড়কে লরির ধাক্কায় তাদের দুজনেরই মৃত্যু হয়