ফরিদপুর দুর্গাপুর: আইকিউসিটিতে চিকিৎসক পড়ুয়া ধর্ষণের ঘটনায় সহপাঠী সহ ছয় জন গ্রেপ্তার হয়েছিল, পুলিশি হেফাজত শেষে আদালতে পেশ
আইকিউসিটিতে চিকিৎসক পড়ুয়া ধর্ষণের ঘটনায় সহপাঠী সহ ছয় জন গ্রেপ্তার হয়েছিল। তিনজনের দশ দিনের পুলিশি হেফাজত দুজনের নয়দিন দিনের পুলিশি হেফাজত এবং সহপাঠীর ছ'দিনের পুলিশি হেফাজত হয়েছিল। তাদের মধ্যে থেকে দুজন শেখ সফিক এবং রিয়াজউদ্দিনকে মঙ্গলবার দুর্গাপুর মহাকুমা আদালতে তোলা হলে পাঁচ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় বিচারক। বাকি চারজন অপু বাউরি, ফিরদৌস শেখ, নাসিরউদ্দিন শেখ এবং সহপাঠী ওয়াসেফ আলীকে বুধবার দুপুর একটায় দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলো।