রানাঘাট ১: ফুলিয়া পাড়ায় NH 12 এ ঘটা পথ দুর্ঘটনার প্রবণতা এড়াতে NH 12 এর আধিকারিকদের নিয়ে বিকল্প ভাবনার খোঁজে রানাঘাট জেলা পুলিশ
জাতীয় সড়ক সম্প্রসারণের পর থেকেই 12 নম্বর জাতীয় সড়কের ফুলিয়া পাড়া এলাকায় বেড়েছে পথ দুর্ঘটনার প্রবণতা। পথ দুর্ঘটনায় মৃত্যুর মতন ঘটনাও ঘটেছে। অভিযোগ, ফুলিয়া পাড়া এলাকায় 12 নম্বর জাতীয় সড়ক পার হওয়ার সময় প্রায়শই ঘটছে দুর্ঘটনা। বুধবার রাতেও ফুলিয়া পাড়া এলাকায় রাস্তা পার হওয়ার জন্য যাত্রী সহ দাঁড়িয়ে টাকা টুকটুকির পিছনে পণ্যবাহি গাড়ির ধাক্কা মারার ঘটনা ঘটেছে। ঘটনায় গুরুতর জখম টুকটুকি চালক ও 3 যাত্রী। আর এর পরই বৃহস্পতিবার বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে প্রশাসন।