পরিবর্তনের স্লোগান তুলে বৃহস্পতিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ের হুমগড়ে মিছিল করলো বিজেপি নেতৃত্ব।এই দিন এই মিছিলে পা মিলিয়েছেন BJP সাংসদ খগেন মূর্মূ,ঝাড়গ্রাম সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌতম কৌড়ি সহ একাধিক বিজেপির নেতা কর্মীরা। এই দিন এই মিছিলে কয়েকশো বিজেপি কর্মী সমর্থক পা মিলিয়েছেন।