আউশগ্রামের উন্নয়নের পাঁচালির পঞ্চম দিনে আউশগ্রাম-২ ব্লকের এড়াল অঞ্চলের বুথে বুথে জনসংযোগ সারলেন তৃণমূলের নেতাকর্মীরা। শুক্রবার আনুমানিক বিকাল ৪টা নাগাদ সেই দৃশ্য দেখা যায়। জানা গিয়েছে, এই কর্মসূচির মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ১৫ বছরের উন্নয়নের ফিরিস্তি জনসম্মুখে তুলে ধরা হয়। কর্মসূচিতে হাজির ছিলেন আউশগ্রাম-২ ব্লক তৃণমূলের সভাপতি শেখ আব্দুল লালন, পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বারুই, গুসকরা পুরসভার চেয়ারম্যান কুশল মুখোপাধ্যায়।