বালুরঘাট থেকে হেলিকপ্টারে করে ইটাহার হাই স্কুল মাঠে নামেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার সেখানে তাঁকে সংবর্ধনা জানান ইটাহারের বিধায়ক সহ তৃণমূলের বিশিষ্ট নেতৃত্বরা। সংবর্ধনা গ্রহণের পর ইটাহার হাই স্কুল প্রাঙ্গণ থেকে নিজ গাড়িতে করে তিনি সরাইদিঘি মোড়ের উদ্দেশে রওনা দেন। সরাইদিঘি মোড়ে পৌঁছে গাড়ির ছাদে উঠে ইটাহার চৌরাস্তা পর্যন্ত রোড শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।