কোচবিহার ১: কোচবিহার ঘুঘুমারি তোরসা সংঘের ৪৯ তম শ্যামা পূজা মন্ডপের উদ্বোধন করলেন তৃণমূলের জেলা সভাপতি
কোচবিহার এক নং ব্লকের ঘুঘুমারি অঞ্চলের ঐতিহ্যবাহী তোর্সা সংঘের শ্যামা পূজো এবারে ৪৯ তম বর্ষে পদার্পণ করল। সামনের বছর সুবর্ণ জয়ন্তি বর্ষের কথা মাথায় রেখে এবারে তাদের পুজো মণ্ডপের থিম ও আলোকসজ্জা মনোজ্ঞ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় এই পূজা মন্ডপের উদ্বোধন করেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। এদিন এই পূজা মণ্ডপ উদ্বোধন করতে এসে কি জানিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি শুনে নেব