খড়্গপুরে আয়োজিত হলো বিজেপির পরিবর্তন সভা। আজ বুধবার খড়গপুর সদর বিধানসভার তিন নম্বর মন্ডলের ৩৩ নম্বর ওয়ার্ডের রথতলা ময়দানে সন্ধ্যা প্রায় সাড়ে আটটা নাগাদ আয়োজন করা হয় এই পরিবর্তন সভার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি সমিত কুমার মন্ডল, মন্ডল সভাপতি শ্রীনাথ সিনহা, মন্ডল তিনের অবসরভার মনোজ দে সহ অন্যান্য নেতৃত্বরা।