খানাকুল ১: হরিণখোলায় দ্রুত গতিতে আসা চারচাকা গাড়ির ধাক্কায় মৃত্যু হল সাইকেল আরোহীর
চারচাকা গাড়ির ধাক্কায় মৃত্যু হল সাইকেল আরোহীর।ঘটনাটি ঘটে রবিবার আরামবাগের হরিণখোলায়।মৃতর নাম সন্তোষ মাইতি(৫৫)বাড়ি পুরশুড়ার হুমাচকে।জানা যায়,হরিণখোলা থেকে পুরশুড়া যাওয়ার জন্য সাইকেল নিয়ে রাস্তা পাড় হতে গেলে দ্রুত গতিতে আসা একটি চারচাকা গাড়ি ব্যক্তিকে ধাক্কা মারে।মাথায় ব্যাপক আঘাত লেগে গুরুতর আহত হন তিনি।স্থানীয়রা ছুটে গেলে গাড়ির চালক পালিয়ে যায়।স্থানীয়রা সেই গাড়িতে করেই আহত ব্যক্তিকে আরামবাগ মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।