কল্যাণী: কল্যাণীতে বিজেপির গোষ্ঠীন্দনকে ঘিরে তোলপাড়, সেন্ট্রাল পার্কের বিজেপির CAA ক্যাম ভাঙচুর করল বিজেপিরই একটি গোষ্ঠী
Kalyani, Nadia | Oct 23, 2025 কল্যাণীতে বিজেপির গোষ্ঠীন্দনকে ঘিরে তোলপাড়। কল্যাণী সেন্ট্রাল পার্কের বিজেপির CAA ক্যাম ভাঙচুর করল বিজেপির একটি গোষ্ঠী। আর এই নিয়ে তোলপাড় জেলার রাজনীতি। কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের দলীয় কার্যালয় সেন্ট্রাল পার্কে বুধবার রাতে একটি পিকনিক চলছিল সেই সময় কল্যাণী শহর মন্ডল ৩ এর সভাপতি তাপস বেপারীর অনুগামীরা সেই সময় হামলা চালায় দলীয় কার্যালয়ে ভাঙচুর করা হয় আসবাবপত্র সহ একটি মোটর বাইক। এমনই অভিযোগ বিধায়ক অনুগামীদের।