কল্যাণী: কল্যাণী বিভিন্ন জায়গায় কালীপুজোর মেতে উঠলে এলাকার মানুষ, শিবসাগর ঘাটে গঙ্গা আরতি বিধায়কের
Kalyani, Nadia | Oct 20, 2025 কল্যাণী বিভিন্ন জায়গায় কালীপুজো উপলক্ষে মেতে উঠেছেন এলাকার মানুষ। বিভিন্ন মন্ডপে দেখা যাচ্ছে দর্শনার্থীদের ভিড়। কল্যাণী ঘোষপাড়া সতী মায়ের মন্দিরে প্রদীপ প্রজ্জ্বলন এবং গঙ্গা আরতিতে অংশগ্রহণ করলেন কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়। সোমবার রাতে কল্যাণী ঘোষপাড়ার সতী মায়ের মন্দির সংলগ্ন হিমসাগর ঘাটে আবক্ষ জলে নেমে গঙ্গা আরতি করতে দেখা গেল বিধায়ককে। সোমবার আনুমানিক রাত সাড়ে আটটা নাগাদ সেই ছবি উঠে এলো।