রানিনগর ২: পানিপিয়া গ্রামে চুরি করে বিদ্যুৎ চালানোর অপরাধে ইসলাম সেখ নাম এক ব্যক্তির বাড়িতে হানা বিদ্যুৎ দপ্তরের
আজ বিকেলে মুর্শিদাবাদ জেলার রাণীনগর থানা এলাকার পানিপিয়া গ্রামে চুরি করে বিদ্যুৎ চালানোর অপরাধে ইসলাম সেখ নাম এক ব্যক্তির বাড়িতে হানা দেই রাণীনগর বিদ্যুৎ দপ্তরের আধিকারিক তারপরেই উক্ত বাড়ি থেকে, বিদ্যুৎ চুরি করে চালানোর অপরাধে, বাড়ির বেশ কিছু বিদ্যুৎ সরঞ্জাম সিজ করেন রাণীনগর বিদ্যুৎ দপ্তরের আধিকারিক, পাশা পাশি উক্ত ব্যক্তির নাম রাণীনগর থানায় অভিযোগ ডাইয়ের করেন বলে জানা যাই।