শান্তিরবাজার: বাইখোরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে মেগা রক্তদান শিবির
আজ জোলাইবাড়ি মন্ডল যুবমোর্চার উদ্যোগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জির ৭৫ তম জন্মদিন উপলক্ষ্যে বাইখোরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এই মেগা রক্তদান উদ্বোধন করেন দক্ষিণ জেলার সভাপতি দ্বীপায়ন চৌধুরী ও জোলাই বাড়ি মন্ডল যুব মোর্চা সভাপতি কেশব চৌধুরী উক্ত উদ্বোধনের বক্তব্য রাখেন কেশব চৌধুরী বক্তব্য রাখতে বলেন "রক্তদানের মাধ্যমে আপনি একজন রোগীর জীবন বাঁচাতে পারেন"। "এটি একটি স্বাস্থ্যকর অভ্যাস যা আপনার শরীরের রক্ত