মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার নোনাডাঙ্গা গ্রামে চুরির ঘটনার কিনারা করল পুলিশ। এই ঘটনায় পুলিশ দু’জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম গোলাব সেখ ও মিনারুল সেখ। শুক্রবার সন্ধ্যায় আদালত সূত্রে জানা গিয়েছে, গত ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখে নোনাডাঙ্গা গ্রামের বাসিন্দা শেহেনুর সিদ্দিকীর বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে চুরির ঘটনা ঘটে। ওই ঘটনায় নগদ টাকা সহ সোনার অলংকার চুরি যায়।