গোসানিমারীতে ৫৯১০ মিটার দৈর্ঘ্যের পেভার ব্লক রাস্তা নির্মাণ কাজের সূচনা মন্ত্রীর। রবিবার দুপুর দুটো নাগাদ এই নির্মাণ কাজের শুভ সূচনা করেন মন্ত্রী উদয়ন গুহ। জানা গেছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে ও তত্ত্বাবধানে এই পেভার ব্লক রাস্তা নির্মাণ কাজ সম্পন্ন হবে। এদিন মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, বিধায়ক সংগীতা রায়।