ভগবানপুর ১: ভগবানপুর-১ব্লকের জলিবাড় বুথে আজ তৃণমূলের BLA-2ও সহকারীকে ব্যাপক মারধরের অভিযোগ BJPর বিরুদ্ধে,
পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর-১ব্লকের ভগবানপুর অঞ্চলের অন্তর্গত 38 নম্বর জলিবাড়,,বুথে B L A 2 পবিত্র কুমার সাউ ও সহকারী দেবব্রত মাইতি কে দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য হরিপদ দাস, জরিবাড়, গ্রাম পঞ্চায়েতের সদস্যার স্বামী বাবুলাল কান্ডার। ও ভগবানপুর পঞ্চায়েত সমিতির সদস্যর স্বামী নির্মল দাস এর নেতৃত্বে আমাদের দুজন কর্মী আক্রান্ত হয় একজনকে ইতিমধ্যে পবিত্র কুমার সাউ কে তমলুক জেলা সদর হসপিটালে স্থানান্তরিত করা হয় এবং আর একজন দেবব্রত মাইতি কে ভগবানপুর গ