বিশালগড়: একতা দিবস উপলক্ষে বিশালগড় থানার পক্ষ থেকে Run For Unity পালন করা হয়
শুক্রবার সকালে বিশালগড় থানার পক্ষ থেকে একতা দিবস উপলক্ষে Run For Unity পালন করা হয়। উপস্থিত ছিলেন বিশালগড় থানার ওসি বিজয় দাস সহ সমস্ত পুলিশ এবং টিএসআর কর্মীরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিশালগড় থানার ওসি বিজয় দাস বলেন সকলে একত্রিত হয়ে সমাজকে সুন্দর ভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি সেই আহ্বান রাখেন।