ডোমজুড়: শলপ দু'নম্বর পঞ্চায়েতের ৪৭ ও ৪৮ নম্বর বুথে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে উপস্থিত বিধায়ক শলপে
Domjur, Howrah | Oct 14, 2025 হাওড়া ডোমজুড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শলপ দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের ৪৭ এবং ৪৮ নম্বর বুথে অনুষ্ঠিত হলো আমাদের পাড়া, আমাদের সমাধান কর্মসূচি। মঙ্গলবার আনুমানিক বারোটা ৩০ নাগাদ এই দুটি বুথে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির সূচনা করলেন ডোমজুড় কেন্দ্রের বিধায়ক কল্যাণ ঘোষ মহাশয় এ ছাড়া উপস্থিত ছিলেন শলপ দু'নম্বর পঞ্চায়েতের প্রধান উপাদান সহ অন্যান্য সদস্যরা