বালি-জগাছা: বালির গর্ব অক্ষয় কুমার দত্তর হেরিটেজ সম্পত্তি ভাঙ্গার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি সিপিএম এর পক্ষ থেকে
বাংলার নবজাগরণের অগ্রপথিক হাওড়া তথা বালির গর্ব অক্ষয়কুমার দত্তর হেরিটেজ সম্পত্তি ভাঙার জন্য প্রমোটারের লোকজন জেসিবি এনে ভাঙার উদ্যোগ নেওয়া হয় বলে অভিযোগ। সোমবার দুপুরে বালির জিটি রোডে ওই হেরিটেজ সম্পত্তির গেট খুলে আচমকাই জেসিবি মেশিন এনে সম্পত্তির ভিতরে থাকা অক্ষয়কুমার দত্তর শোভনোদ্যানের ভিতরে থাকা তাঁর বসতবাড়ী ও তাঁর সংগ্রহশালার ভবনটি ভাঙার উদ্যোগ নেওয়া হয়। তখনি খবর পেয়ে বালির বামপন্থী কর্মীরা ও প্রচুর সাধারণ মানুষ ঘটনাস্থলে এসে বিক্ষোভ